চট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

ওডেবের রোকেয়া দিবস পালন


চন্দনাইশ সংবাদদাতা:

নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যু দিনকে ঘিরে উন্নয়ন সংস্থা ওডেবের আয়োজনে নানা কর্মসূচির নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে রোকেয়া দিবস। ওডেবের প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের প্রতিনিধি রতন দাশের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আলোচনা শুরু হয়।

অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন বরমা কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, ইউআরসি ইন্সট্রাক্টর সানজিদা আকতার পপি, ওডেব ইসি সদস্য সুজিতা তালুকদার, বরকল আবদুল হাই আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল কবির চৌধুরী, কানাইমাদারী ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, রাউলিবাগ মাদরাসার সহ-সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, নারীনেত্রী আয়েশা আকতার আজাদী, এনজিও প্রতিনিধি নুরুল হক চৌধুরী, শ্যামল দত্ত, মনিরুল ইসলাম ও ওডেবের কর্মকর্তাগন।

বক্তারা বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের অবদান, সংগ্রাম, নারী ক্ষমতায়নের জন্য তাঁর ত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শুরু ওডেবের কর্মকর্তা গন বিভিন্ন প্যাস্টুন, প্লেকার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।r


Related posts

চকবাজার গুলজার টাওয়ারে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

Chatgarsangbad.net

সাতকানিয়ায় ৩ দোকানিকে জরিমানা

Chatgarsangbad.net

রাঙ্গুনিয়ায় বেড়াতে এসে পুকুরে ডুবে মৃত্যু নাজিফার

Chatgarsangbad.net

Leave a Comment