
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিবাচক রাজনীতির যে ধারা সৃষ্টি করেছে, তা অব্যাহত রাখতে পারলে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এখন আমাদের করণীয় হচ্ছে—বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছানো, ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া।”তিনি আরও বলেন, “মানুষের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের মূল লক্ষ্য। এই আদর্শে বিশ্বাসী কর্মীদেরকে ধৈর্য, আদর্শ ও ঐক্যের মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”গতকাল শুক্রবার সকালে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত সেন্টার প্রতিনিধি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সলিম উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বক্কর রফিক।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মাওলানা হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান, প্রফেসর ড. আ. ক. ম. সাহেদ, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা আ. ন. ম. নোমান ও হাফেজ শোয়াইব।দরসে কোরআন পেশ করেন অধ্যক্ষ আ. ব. ম. খালেদ জমিল।
Leave a Reply