মহানগররাজনীতি

এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির সমাবেশে মিছিল সহকারে যোগদান করেন পূর্ব মাদারবাড়ি কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সাইদ


সাদ্দাম হোসেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিএনপির সমাবেশে মিছিল সহকারে যোগদান করেন ৩০ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি কাউন্সিলর পদপ্রার্থী ও কেন্দ্রীয় তরুণ দল নেতা মোহাম্মদ সাইদুর রহমান সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নাসিমন ভবন চত্বরে মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশে মিছিল সহকারে যোগদান করেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, এরশাদ উল্লাহর ওপর হামলা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্রের অংশ। এটি শুধু একজন প্রার্থীর ওপর হামলা নয়—এটি দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের ওপর আঘাত।
তিনি প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হামলাকারী ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতার করতে হবে। অন্যথায় চট্টগ্রামসহ সারাদেশের দেশপ্রেমিক জনগণ কঠোর আন্দোলনে নামবে।
সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন,এ হামলা নির্বাচন ব্যাহত করার ষড়যন্ত্র। তবে আমরা ভয় পাই না—জনগণের শক্তিতেই সন্ত্রাসবাদের পতন ঘটবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.মিয়া ভোলা। এই সময় উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ নাজিমুর রহমান, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এসএম সাইফুল ইসলাম, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, শাহ আলম, আরইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, এসএম আবুল ফয়েজসহ মহানগর, যুবদল, মহিলা দল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে মিছিল সহকারে যোগদান করেন করেন,৩০ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি কাউন্সিলর পদপ্রার্থী ও কেন্দ্রীয় তরুণ দল নেতা মোহাম্মদ সাইদুর রহমান সাইদ,৩০ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি বিএনপির নেতা মোহাম্মদ বাদশা,মোহাম্মদ নেজাম,মোহাম্মদ ফালুবী, মোঃ সুজা,মোহাম্মদ মসজিদুল্লাহ,মো.হারুন,মো.মহসিন, মোঃ জাহেদ,মোহাম্মদ ইসমাইল,মোহাম্মদ আল-আমিন মোহাম্মদ জসিম,মোহাম্মদ নীলু। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন। সদরঘাট থানা যুবদল নেতা ইব্রাহিম খলিল, মোহাম্মদ ইরফানুল হক,মো.সাদ্দাম। সদরঘাট থানা তরুণ দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন।
এছাড়াও উক্ত প্রতিবাদ কর্মসূচিতে আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Related posts

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন সাবেক মন্ত্রীপুত্র মুবিন

Saddam Hossain

ঈদের পর চড়া আলু-পেঁয়াজের বাজার

Chatgarsangbad.net

সম্প্রীতি ও ঐক্যের মাধ্যমে চট্টগ্রামে জন্মাষ্টমীর জাতীয় মহাশোভাযাত্রা হবে

Saddam Hossain

Leave a Comment