আজ ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর ২য় বোর্ড সভা অনুষ্ঠিত


১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর ২য় বোর্ড সভা চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

জেলার ২য় বোর্ড সভা জেলা গভর্নর , এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি, এপেক্সিয়ান অ্যাডভোকেট মনিরুল ইসলাম পান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সহ-সভাপতি, এপেক্সিয়ান নাসিম আহমেদ, এনআইআরডি এপেক্সিয়ান সুপংকর বড়ুয়া, জাতীয় সেবা পরিচালক, এপেক্সিয়ান ডাক্তার হিমেল সাহা, জেলা গভর্নর -২, এপেক্সিয়ান বশির আহমদ মনি, ন্যাশনাল ট্রেজারার, এপেক্সিয়ান মইনুল ইসলাম জীবন, আইপিডিজি-৩, এপেক্সিয়ান মোহাম্মদ জিয়াউল হক, পিএনএসডি, এপেক্সিয়ান এস কে দত্ত অনুপ, পিডিজি, এপেক্সিয়ান মোহাম্মদ মোসলেম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা-৩ এর আওতাভুক্ত ১৭ টি ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ও প্রতিনিধিবৃন্দ।

এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর বোর্ড মিটিংয়ে ১ম বোর্ড সভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উত্থাপন ও উপস্থিত সকলের সম্মতিতে পাস করা হয়। জাতীয় সভাপতি অ্যাডভোকেট এপেক্সিয়ান মনিরুল ইসলাম পান্না বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত বেকার মুক্ত ও কার্বন মুক্ত নিরাপদ দেশ গড়ার জন্য টেকসই বাংলাদেশ গঠন করার জন্য তরুণ প্রজন্মকে মানুষের সেবায় বেশি করে কাজ করতে হবে। এপেক্স বাংলাদেশ তরুণ প্রজন্মকে ট্রেনিং দিয়ে লিডারশিপ তৈরি করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য কাজ করে যাচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর