আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব রংপুর,এপেক্স ক্লাব অব তিস্তা ও এপেক্স ক্লাব অব বেগম রোকেয়ার যৌথ আয়োজনে আজ শনিবার রংপুর সদরে পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এপেক্স বাংলাদেশের সদ্য অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান পরিচালিত সেবা প্রকল্পের আওতায় শতাধিক স্কুল-ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সেবা কার্যক্রমে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর সদ্য অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান, এপেক্স ক্লাব অব রংপুরের সভাপতি এপে. আরমান শেখ গোলাপ,এপেক্স ক্লাব অব তিস্তার সভাপতি এপে.মদিনা খানম,এপেক্স ক্লাব অব বেগম রোকেয়ার সি:সহ সভাপতি এপে. চন্দনা,পিডিজি ৭ এপে. ডা.কামরুল, আইপিডিএস এপে.মোখলেছ,এপে.শমসেরএপেক্সিয়ান আরমান প্রমুখ। শিক্ষা সামগ্রী বিতরণকাল এপে.নুরুল আমিন চৌধুরী আরমান বলেন মেধাবী শিক্ষার্থীরাই সুন্দর দেশ বানাতে পারে।
গ্রামে গ্রামে অনেক প্রতিভাবান মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে লেখাপড়ার কাজ চালাতে পারেনা এপেক্স বাংলাদেশের মাধ্যমে আমি তাদের জন্য এ শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় এ কর্মসুচী হাতে নিয়েছি। শিক্ষা সামগ্রীর অভাবে যেন শিক্ষার্থী ঝড়ে না পড়ে।
তিনি পর্যায়ক্রমে দেশব্যাপী এ সেবা কার্যক্রম পরিচালনা করতে এপেক্স বাংলাদেশের সকল জেলা ও ক্লাবসহ সকল এপেক্সিয়ানদের এগিয়ে আসার আহবান জানান। পরে শতাধিক শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়।
Leave a Reply