এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


১৩ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল পশ্চিম বালাঘাটা ওসমান বিন আফফান (রাঃ) হেফজখানা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব বান্দরবানের অতীত সভাপতি জেলা -৩ এর ট্রেজারার এপে. মোঃ মোজাম্মেল হক ও সঞ্চালনা করেন এপেক্স ক্লাব অব সাঙ্গুর সেক্রেটারি এন্ড ডিনার নোটিশ এডিটর মাস্টার মোঃ শহিদুল ইসলাম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক ও জেলা -৩ এর প্রধান উপদেষ্টা এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা-৩ এর গভর্নর এপে.সৈয়দ মিয়া হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বালাঘাটা ওসমান বিন আফফান (র) হেফজখানা ও এতিমখানার পরিচালক হাফেজ রশিদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার উপস্থিত ছিলেন অতীত জেলা গভর্নর এপে. মোঃ কামাল পাশা , এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি বিরলাল তঞ্চঙ্গা , এপেক্স ক্লাব অব সাঙ্গুর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, এপেক্স ক্লাব অফ নীলাচলের অতীত সভাপতি নীলাধন তঞ্চঙ্গা, এপেক্স ক্লাব অফ বান্দরবানের সদস্য ইন্জিনার এপে.মোঃ জামাল উদ্দিন, সহকারি শিক্ষক হাফেজ মোঃ হাসান শরীফ, হাফেজ মোঃ আরিফুল্লাহ, মোঃ এমদাদুল্লাহ, মোঃ ইমরান, সমাজসেবক মোঃ জাফর আলম প্রমুখ। মোনাজাত ও দোয়া পরিচালনা করেন পশ্চিম বালাঘাটা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ জাফর আহমদ জিহাদী।


Related posts

কলাবাগানে বৈদ্যুতিক লাইনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

Chatgarsangbad.net

প্রশাসকের অপেক্ষায় চট্টগ্রাম চেম্বার

Chatgarsangbad.net

আলম আল-ইকতিসাদ সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন তামান্না আক্তার ইয়াসমিন

Chatgarsangbad.net

Leave a Comment