আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এপেক্স ক্লাব অব পটিয়া’র ৮ম বোর্ড মিটিং অনুষ্ঠিত


নিউজ ডেস্ক: (আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়া’র ৮ম বোর্ড মিটিং শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায়-পটিয়া খুশবু ডাইন রেস্টুরেন্টে এপেক্স ক্লাব অব পটিয়া’র প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যান্ড ডিএনই এপেক্সিয়ান মোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব পটিয়া’র বোর্ড মেম্বার, এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি (এনইএস) এপে. মো.লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়া’র জুনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট ৩ এর সেক্রেটারি এপে. মো: আরিফ খান, ডিস্ট্রিক্ট এডিটর এপে. মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, পটিয়া ক্লাবের ট্রেজেরার এপে. মোরশেদুর রেজা, মেম্বার এপে. নাঈম উদ্দিন আলমদারসহ বোর্ডের সদস্যবৃন্দ।

এতে এপেক্স ক্লাব অব পটিয়া’র প্রেসিডেন্ট এপেক্সিয়ান আলমগীর আলম ক্লাবের কার্যক্রম তুলে ধরেন এবং আগামীতে আরও বেশি বেশি সেবা পরিচালনা করে ক্লাবের ভাবমূর্তি বৃদ্ধি করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় বিগত দিনের সকল সেবা কাজে বিভিন্নভাবে সহযোগিতার জন্যে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর