এনইউবিটিকের উপ উপাচার্য হিসেবে প্রফেসর ড. আনোয়ারুল হকের যোগদান


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এ্যান্ড টেকনোলজি খুলনায় উপ উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। শনিবার ৪ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাস্ট্রপতি মো: শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। তার মেয়াদ কাল যোগদান থেকে ৪ বছর পর্যন্ত।

আনোয়ারুল হক জোয়ারদার একাডেমিক ও প্রশাসনিক পরিমন্ডলে আনোয়ারুল এইচ জোয়ারদার নামে পরিচিত। তার জন্ম স্থান খুলনার ডুমুরিয়া উপজেলায়।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এর পর ইউনিভার্সিটি অব অন্টারিও থেকে এমএসসি ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন ১৯৮৮ ও ১৯৯২ সালে। ডিগ্রি শেষে একই বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন। অধ্যাপক আনোয়ারুল হক জোয়ারদার কানাডা,অস্ট্রেলিয়া, সৌদিআরব,ওমান,ব্রুনাই,বাংলাদেশ ও মরক্কোর ১৪ টি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন। পুর্বে তিনি নর্দান ইউনিভার্সিটি এ্যান্ড টেকনোলজি খুলনায় প্রায় ৩ বছর ৫ মাস ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।


Related posts

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা ৯টায়, শিক্ষকেরা আসেন সাড়ে ১০টায়!

Chatgarsangbad.net

আমুর বাসভবনে ১৪ দলের সভা আজ

Chatgarsangbad.net

বীর মুক্তিযোদ্ধা উলফাত গ্রেপ্তারে বিএনপি মহাসচিবের প্রতিবাদ

Chatgarsangbad.net

Leave a Comment