এক কাতলের দাম ৭০ হাজার টাকা


অনলাইন ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বড় কাতল মাছ। মাছটি অনলাইনে রাজধানী ঢাকার গুলশানে ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে শওকত হালদার তার সঙ্গীদের নিয়ে ভোরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট ও পাটুরিয়া ঘাটের মাঝামাঝি পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জাল টান দিলে দেখেন একটি বড় কাতল মাছ জালে আটকা পড়েছে। পরে তিনি মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে নিয়ে আসলে ওজন দিলে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি।

স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, সকালে আনু খাঁর আড়তে ২৮ কেজি ওজনের কাতল মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ২০০ টাকা কিনে নিই। পরবর্তীতে মাছটি বিক্রির জন্য অনলাইনে পোস্ট করলে ঢাকার গুলশানের এক ব্যবসায়ী ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা ও যমুনার মোহনায় খাদ্যের প্রাচুর্য বেশি আছে। যে কারণে এই এলাকায় মাছ বেশি থাকে। এখানে পানির গভীরতা বেশি থাকায় বড় বড় মাছ সেখানে বিচরণ করে। বড় আকৃতির কাতল মাছ প্রাপ্তির বিষয়টি মৎস্য বিভাগের জন্য ভালো সংবাদ।


Related posts

পবিত্র আশুরা ৬ জুলাই

Mohammad Mustafa Kamal Nejami

‘অসৎ ব্যবসায়ীর পাশে বাজুস থাকবে না’

Chatgarsangbad.net

দুর্গাপূজায় ৪ দিনের সরকারি ছুটি দাবি

Chatgarsangbad.net

Leave a Comment