আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এইচএসসি পরীক্ষা, নকলের দায়ে বহিষ্কার ২ পরীক্ষার্থী


নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রামে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের ভাষ্য, দুই পরীক্ষার্থীর একজন মোবাইল এবং আরেকজন হাতে লেখা নকল নিয়ে পরীক্ষা দিতে বসেছিলেন।

রোববার (২৯ জুন) অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় দুজনকে বহিষ্কারের এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

দুই পরীক্ষার্থীর একজন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট কলেজ কেন্দ্রে এবং অন্যজন মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন।

জানা গেছে, গোপনে মোবাইল নিয়ে প্রবেশ করে সেটা দেখে লিখছিলেন নাজিরহাট কলেজ কেন্দ্রের এক পরীক্ষার্থী। তাকে বহিষ্কারের পাশাপাশি তার মোবাইলও জব্দ করা হয়েছে। আর জোরারগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীর কাছে হাতে লেখা নকল পাওয়া যায়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে মহানগরীসহ চট্টগ্রাম জেলা, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম জেলায় দুই কেন্দ্র ছাড়া আর কোথাও বহিষ্কারের তথ্য পাওয়া যায়নি।

এদিকে, এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রামে আরও পাঁচজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ নিয়ে দুই পরীক্ষা মিলে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১২৩৫ জনে।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮৮ হাজার ৩৭৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ৮৭ হাজার ৮৩ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এ বছর নিয়মিত-অনিয়মিত মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৭৫।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর