সৈয়দ শিবলী ছাদেক কফিল: চলামান ২০২৫ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষা ২৬ জুন শুরু হয়। চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড-চট্টগ্রাম’র অধীনে দুইটি, বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড-ঢাকা’র অধীনে একটি ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড-ঢাকা’র অধীনেএকটিসহ মোট চারটি পরীক্ষাকেন্দ্র রয়েছে।
জানা যায়, চট্টগ্রাম বোর্ডের অধীনে ২৬জুন বাংলা প্রথমপত্র পরীক্ষায় চন্দনাইশ -১ (গাছবাড়িয়া সরকারি কলেজ) কেন্দ্রে ৯৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৯২১ জন অর্থাৎ অনুপস্থিত ১৮ জন।
চন্দনাইশ- ২ (বরমা ডিগ্রি কলেজ) কেন্দ্রে ৪৫২ জনের মধ্যে ৪৪৭ জন পরীক্ষা দেয়। অনুপস্থিত ৫ জন।
মাদরাসা বোর্ডের অধীনে চন্দনাইশ (চন্দনাইশ সদর জোয়ারা মাদরাসা) আলিম পরীক্ষা কেন্দ্রে ৩৬১ জনের অনুপস্থিত ছিল ৮ জন পরীক্ষার্থী, পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩৫৩ জন।
কারিগরি বোর্ডের চন্দনাইশ/দোহাজারী (চন্দনাইশ আমানত ছফা- বদরুন্নেছা মহিলা কলেজ) এইচএসসি (বিএম/বিএমটি/ভোকেশনাল/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষা কেন্দ্রে (একাদশ ও দ্বাদশ শ্রেণির) ৪৩৫ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১০ জন, পরীক্ষায় অংশ গ্রহণ করে ৪২৫ জন।
অর্থাৎ পরীক্ষার প্রথম দিনে চন্দনাইশে ৩টি শিক্ষাবোর্ডের ৪ কেন্দ্রে ২১৮৭জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ অনুপস্থিত ছিল। পরীক্ষায় অংশ নেয় ২১৪৬ জন পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালে উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিকেন্দ্রে একজন করে সংযুক্ত কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এছাড়াও শিক্ষাবোর্ডের ভিজিলেন্স টিম এবং উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
Leave a Reply