সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশের সুচিয়ায় উল্টো রথ টানার মধ্য দিয়ে ৫ জুলাই শনিবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। গত ২৭ জুন রথযাত্রা উৎসব শুরু হয়েছিল। সুচিয়া শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রম হরি মন্দিরে প্রতিবছর মত এবারও বহুভক্তের উপস্থিতিতে এ রথযাত্রা উৎসব সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস- জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। “জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না”- এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
উল্টো রথযাত্রা উপলক্ষ্যে মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাঙ্গলিক অনুষ্ঠানে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, ভাগবত কথা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
এ অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দিলীপ ভট্টাচার্য্য, ইউপি সদস্য প্রিয়ব্রত চৌধুরী তনু, উপদেষ্টা মৃদুল বৈদ্য, ডা. অর্চনা ভট্টাচার্য্য, হরিপদ দেব, মাস্টার সলিল চক্রবর্তী, বিপ্লব চৌধুরী, বিপ্লব ভট্টাচার্য্য, বনবিহারী দেওয়ানজী, সুজন বিশ্বাস, রথযাত্রা সভাপতি রূপক বৈদ্য, সেক্রেটারি বিকাশ শীল, উজ্জ্বল দেব, পলাশ ভট্টাচার্য্য, শ্রীকান্ত বৈদ্য, বলাই চক্রবর্তী, সুজন বিশ্বাস, বৈষ্ণবপ্রবর স্বপন, ব্রাহ্মণ পিয়াস ভট্টাচার্য্য, আরাতোষ দে প্রমুখ।
Leave a Reply