আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তেজনা করে রুশ-বেলারুস সামরিক মহড়া শুরু


ইউক্রেন সীমান্তে বিপুল রুশ সৈন্যের উপস্থিতি নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যেই বেলারুশের সঙ্গে ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে রাশিয়া। মহড়া উপলক্ষে রাশিয়া যে পরিমাণ সৈন্য পাঠিয়েছে, স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত বেলারুশে আর কখনোই এত রুশ সেনা মোতায়েন হয়নি, বলছে ন্যাটো। ইউক্রেন সংকটের মধ্যে এই মহড়া উত্তেজনা আরও বাড়াবে বলে যুক্তরাষ্ট্রও মনে করছে। খবর বিডিনিউজের।
ইউক্রেন সীমান্তে লাখের বেশি সেনা মোতায়েন করলেও রাশিয়া শুরু থেকেই প্রতিবেশী দেশটিতে হামলার কোনো পরিকল্পনা তাদের নেই বলে জানিয়ে আসছে, তবে যুক্তরাষ্ট্রসহ অনেক পশ্চিমা দেশেরই ধারণা মস্কো যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাবে। এই সংকট নিরসনের লক্ষ্যে ইউরোপজুড়ে বৃহস্পতিবারও নানান কূটনৈতিক বৈঠক হবে বলে মনে করা হচ্ছে। ৮ বছর আগে, ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ক্রিমিয়া উপদ্বীপ করায়ত্ব করে নেয়। এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলেও তুমুল লড়াই চলছে, যা এখন পর্যন্ত অন্তত ১৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ওই এলাকার বিশাল অংশ এখন রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে। বেলারুশে যে যৌথ মহড়া হতে যাচ্ছে তাতে প্রায় ৩০ হাজার রুশ সৈন্য অংশ নেবে বলে ধারণা করছেন পশ্চিমা বিশ্লেষকরা। বেলারুশের প্রেসিডেন্ট আলেঙান্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিনের দীর্ঘদিনের মিত্র।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর