নুরুল আবছার চৌধুরী রাঙ্গুুনিয়া নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের উত্তর রাংগুনিয়া ডিগ্রি কলেজ-এ নবগঠিত গভর্নিং বডিকে অভিনন্দন ও শিক্ষক-কর্মচারী পরিষদের সাথে প্রথম মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।(সোমবার ২৫ মে) দুপুর ২টায় শিক্ষক মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফিজা আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ শফিউল আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুল মোস্তাফা চৌধুরী, দাতা সদস্য ডাঃ এ.টি.এম রেজাউল করিম, বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক আবদুল গফুর, হাফেজ মুহাম্মদ নুর উল্লাহ, এডভোকেট আজিম উদ্দিন লাভলু, অভিভাবক প্রতিনিধি মো.লিয়াকত আলী, কাজী মো. মিজানুর রহমান, হারুনুর রশিদ মাসুদ, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মো. ইউসূফ, অধ্যাপক মো. ইকবাল হোসেন তালুকদার, অধ্যাপিকা বিবি কুলসুম রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মো.ইলিয়াস, সেক্রেটারি নুরুল আবছার চৌধুরী, কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, কলেজটি এ জনপদের গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই প্রতিষ্ঠানটির উন্নতিতে পাঠদান কার্যক্রম সর্বদা যেন সচল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি বিশ্বাস করি, গভর্নিং বডি, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি আদর্শ, আধুনিক ও মানবিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হব।শুরুতে নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও অন্যান্য সদস্যরা, শিক্ষক-কর্মচারীবৃন্দের সঙ্গে পরিচয় পর্ব শেষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।এ প্রতিষ্ঠানটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়ে এ জনপদের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে।