উখিয়ায় বনের পাহাড় থেকে মাটি কাটার দায়ে এস্কেভেটর জব্দ!


ভ্রাম্যমাণ প্রতিবেদক: কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটের আওতাধীন রাজাপালংয়ের মালিয়ারকুল এলাকায় বনভুমির পাহাড় থেকে অবৈধভাবে মাটি কেটে পাচারের স্থলে অভিযান পরিচালনা করেছে বনবিভাগ।এ সময় মাটি কাটার কাজে ব্যবহ্নত একটি এস্কেভেটর জব্দ করেছে।

২৬ এপ্রিল সকাল ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উখিয়া রেঞ্জের কর্মকর্তা সহকারী বন সংরক্ষ (এসিএফ) মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহীনের নেতৃত্বে একটি অভিযানিক দল।এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন এসিএফ শাহিনুর ইসলাম শাহীন।

অভিযানে জব্দ করা এস্কেভেটরটি রাজাপালং ইউপি’র প্যানেল চেয়ারম্যান(৩নং ওয়ার্ড সদস্য) ছৈয়দ হামজার’র জিম্মায় রাখা হয়। এ সময় এসিএফ শাহিনুর ইসলাম ছাড়াও সংশ্লিষ্ট বিট কর্মকর্তা সহ বনপ্রহরী ও মালিগণ সাথে ছিলেন।

এসিএফ শাহিনুর ইসলাম শাহীন জানান, পাহাড় কেটে পুরাতন একটি রাস্তাটির সংস্কার কাজ হচ্ছিল।এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারী -বেসরকারী কর্তৃপক্ষ,স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে বন আইন,১৯২৭ অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


Related posts

গ্রেনেড হামলার আসামীদের বিচারের দাবিতে শিকড় ফাউনেডশনের আলোচনা সভা ৩১ আগস্ট

Chatgarsangbad.net

চন্দনাইশে দক্ষিণ হাশিমপুর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া নজিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

বাঁশখালী হত্যার ১৭ বছর: বিচারের অপেক্ষা আর কত?

Chatgarsangbad.net

Leave a Comment