উখিয়ায় চারশ দরিদ্র-অসহায় মানুষকে চিকিৎসাসেবা দিলো নৌবাহিনী


শ.ম.গফুর: মানবিক সেবার প্রত্যয়ে জনকল্যাণমূলক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেব উখিয়া উপজেলার ইনানী নৌ-কন্টিনজেন্ট এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

রবিবার (২৭ এপ্রিল) কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং ‘বানৌজা পতেঙ্গা’ ও ‘সম্মুখ ঘাঁটি কক্সবাজার’-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

ক্যাম্পে উখিয়ার বিভিন্ন এলাকা থেকে আসা শিশু, নারী ও পুরুষসহ প্রায় ৪০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধপথ্য সরবরাহ করা হয়। অভিজ্ঞ চিকিৎসক দল আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করেন।এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, তারা দেশের দুর্গম দ্বীপাঞ্চলসহ বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।


Related posts

৩ বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস

Chatgarsangbad.net

১৮ মার্চ পলোগ্রাউন্ড মাঠে ইসলামী ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশের প্রস্তুতি সভা

Chatgarsangbad.net

নন্দীরহাট শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিপ্লব চৈতন্য ব্রহ্মচারী মহারাজের ৫৪তম শুভ জন্মোৎসব পালিত

Mohammad Mustafa Kamal Nejami

Leave a Comment