উখিয়ায় উপজেলা প্রশাসনের যৌথ অভিযান:ড্রেজার মেশিন ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ


শ.ম.গফুর >>> কক্সবাজারের উখিয়ার থাইংখালীর চোরাখোলা নামক বনভুমির জায়গায় থাইংখালী খাল থেকে অবৈধ বালু উত্তোলন মহালে উখিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ অভিযান পরিচালনা করেছে।এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহ্নত ২টি ড্রেজার মেশিন ও ৮ হাজার ঘনফুট বালু জব্দ করেছে।১৫ জানুয়ারী দিনের ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন ও সহকারী বন সংরক্ষক(এসিএফ) মো. মনিরুল ইসলাম।এসময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান,থাইংখালী বনবিট কর্মকর্তা বিকাশ দাশ,উখিয়া সদর বিট কর্মকর্তা রনি ছাড়াও ওয়ালা পালং ও ভালুকিয়ার বিট কর্মকর্তা সহ সঙ্গীয় বনকর্মী এবং বনজায়গীদার গণ সাথে ছিলেন।অভিযান কালে জব্দ করা ২টি ড্রেজার মেশিন ও ৮ হাজার ঘনফুট বালু স্থানীয় ইউপি’র চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।


Related posts

সেতু আছে সড়ক নাই রাঙ্গুনিয়ার সরফভাটায়

Chatgarsangbad.net

মাদ্রাসাতুল ইবনে ওমর (রা.) বার্ষিক পুরস্কার বিতরণী ২০২৫।

Md Maruf

বাকলিয়া সচেতন শিক্ষক সমাজের দোয়া মাহফিলে শাহজাহান চৌধুরী

Md Maruf

Leave a Comment