আরফাত হোসেন: চট্টগ্রামের উওর সাতকানিয়া সাংগঠনিক উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার (৮০ তম) জন্মদিন উপলক্ষে ১৫ আগস্ট (শুক্রবার) বিকালে কালিয়াইশ ইউনিয়নের মিয়া খলিলুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আংশিক সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।
কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শামসুল ইসলাম বাবলুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লায়ন মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উওর সাতকানিয়া নেতা বিএনপি মো. মমতাজ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আব্দুর রহিম, মো. আবু সৈয়দ, আলমগীর সাকিব, ইব্রাহিম, আনোয়ার হোসেন, ফজলুল কবির রুবেল, ওবায়দুল আরাফাত, শ্রমিক দল নেতা নাজমুল হাসান ফোরকান, আকতার হোসেন, ছাত্রদল নেতা হাসিফ, মো. আতিকুর রহমান, আরমান হোসেন আবির, মানিক।
এছাড়াও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কে এম মামুনুর রশিদ।