আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ওষখাইন আলী নগর রজায়ী দরবার শরীফের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে এক বিশাল জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা) অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ৮টায় হযরত শাহ্ সূফি আলী রজা কানু শাহ্ (রহ.) মাজার জেয়ারতের মধ্যদিয়ে শুরু হয়ে ছত্তারহাট, আনোয়ারা জয়কালী হাট, মালঘর বাজার, সাতগাটিয়া পুকুরপাড়,বরমা,বাগিচারহাট,গাছবাড়িয়া কলেজ গেইট, প্রদক্ষিণ শেষে উত্তর জোয়ারা (কাঞ্চন নগর) পূর্ব মুহাম্মদপুর বাইতুল্লাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে জমায়েত হয়ে মাহফিল অনুষ্ঠিত হয়।
জুলুসে ছদারত করেন,ওষখাইন রজায়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী। এসময় আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে ত্বরিকত আল্লামা আবুল কাশেম নুরী (ম,জি,আ), অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী (ম,জি,আ), আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী (ম,জি,আ), চন্দনাইশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলায়মান ফারকী, মাওলানা কামরুদ্দিন নূরী,পীরজাদা মাওলানা রবিউল হোসেন রজায়ী,শাহজাদা মিরু,শাহজাদা খাইরুল বশর ছিদ্দিকী (ফয়ছাল),পীরজাদা আহমদ রেজা ইমতি, শাহজাদা ইমাম উদ্দিন রজায়ীসহ দেশ বরেণ্য আরো ওলামা-মাশায়েখ, পেশাজীবি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ-কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন, ওষখাইন রজায়ী দরবার শরীফের সাজ্জাদাশীন পীরজাদা মাওলানা নাঈম উদ্দিন রজায়ী।