শেফাইল উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁও থেকে সাজেক ভ্রমণে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই মোটর সাইকেল আরোহী যুবকের পৃথক জানাযাও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জালালাবাদ ইউনিয়নের পূর্ব পালাকাটা জামে মসজিদ ও তৎসংলগ্ন কবরস্থানে রাকিব ইসলামের জানাযাও দাফন সম্পন্ন হযেছে। অপরদিকে ১১ টায় ঈদগাঁও ইউনিয়নের দর্গাা পাড়া জামে মসজিদ ও তৎসংলগ্ন কবরস্থানে জিহাদের জানাযাও দাফন সম্পন্ন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় মাছ বোঝাই পিক আপ এর ধাক্কায় দু” মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়।
নিহতরা হলেন ঈদগাঁও ইউনিয়নের কানিয়াছড়া গ্রামের শামসুল ইসলামের পুত্র জিহাদ (১৯) এবং জালালাবাদ ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদু শুক্কুরের পুত্র রাকিব ইসলাম (২০)।
নিহতদের বন্ধু ইউসুফ জানান, “তারা ৬ বন্ধু ৩টি মোটরসাইকেলে করে রাঙামাটির সাজেক যাচ্ছিলাম। রাত ১১টার দিকে চুনতি জাঙ্গালিয়া এলাকায় পেছনে আসা জিহাদ ও রাকিবের মোটরসাইকেলে হঠাৎ বিকট শব্দ শুনি। পিছনে তাকিয়ে দেখি, একটি পিকআপ তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। পরে আমরা তাদের উদ্ধার করে সিএনজি যোগে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
এ দুর্ঘটনার পরপরই পার্বত্য বান্দরবানের লামা থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোর্শেদের নেতৃত্বে একটি দল স্থানীয়দের সহযোগিতায় আজিজনগর চাম্বি বাজার এলাকা থেকে মাছ বোঝাই মিনি পিকআপের চালক মো. আমির উদ্দীন (২৪) ও সহকারী জয়নাল আবেদিন জোবাইর (২০)-কে আটকসহ ঘাতক পিকআপটিও জব্দ করা হয়।
আহমেদ মোর্শেদ জানান, “দুর্ঘটনার খবর পাওয়ার পর পরেই আজিজনগরের দিকে যাওয়া ঘাতক গাড়িটি চিহ্নিত করে স্থানীয়দের সহায়তায় আটক করি। ঘটনাস্থল দোহাজারী হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় আটককৃত চালক, সহকারী ও গাড়িটি দোহাজারী হাইওয়ে থানাকে হস্তান্তর করি।
দুর্ঘটনার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের দুর্ঘটনার ছবি ভাইরাল হয়। ঈদগাঁওর সর্বত্রই শোকের ছায়া বিরাজ করছে।
Leave a Reply