ঈদগাঁওতে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত


শেফাইল উদ্দিন

কক্সবাজারের ঈদগাঁওয়ে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ মার্চ) ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মাঠে শহীদ মিনার চত্বরে ঈদগাঁও উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)প্রতিনিধি তারেকুর রহমানের পরিচালনায় এডভোকেট এসকে ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস.এম. সুজা উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সংগঠক এডভোকেট মোঃ তারেক ইকবাল ও জেলা সাংবাদিক সংগঠক বাপ্পা, জেলা সংগঠক রাকিব। ঈদগাঁও উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোবারক সাঈদ ,শফিকুর রহমান, মাহাথির আনাস,বেলাল আহমদ ,ফায়েজ ও অভি ,শিবির প্রতিনিধি আবদুল্লাহ, ছাত্র দল প্রতিনিধি আনিছুর রহমান প্রমুখ। আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন লবণ শ্রমিকদের ন্যায্যমুল্য নিশ্চিত ও জনগণের অধিকার আদায়ে এনসিপি নি:স্বার্থ ভাবে কাজ করে যাবেন এবং একটি বৈষম্যহীন, সুন্দর সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


Related posts

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের ২৫তম সাধারণ সভা অনুষ্ঠিত

Chatgarsangbad.net

চন্দনাইশে এক রাতেই তিন গরু চুরি

Chatgarsangbad.net

শেখ কামাল যুব গেমস উপলক্ষে রাঙামাটিতে ক্রীড়া প্রতিযোগিতা

Chatgarsangbad.net

Leave a Comment