আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামপুরে লবণের ট্রাক থেকে চাঁদাবাজি, বিক্ষুব্ধ শ্রমিকরা


নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শিল্প এলাকা ইসলামপুরে লবণের ট্রাক আটকিয়ে দিন দুপুরে চাঁদা তোলার খবরে জামায়াত নেতাদের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে বিক্ষুব্ধ শ্রমিকরা৷ এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে৷

এ ঘটনায় ঈদগাঁও উপজেলার রাজনৈতিক সম্প্রীতি বিনষ্ট ও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।

ভিডিওতে দেখা যায়, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে সড়কে বাশকল দিয়ে ব্রিকেট দেয়া হয়। এরপর গাড়ি আঁকিয়ে রাখে কিছু লোকজন।এসময় শ্রমিকরা উচ্চস্বরে চিৎকার দিয়ে বলতে থাকে “আমরা কোনো চাঁদা দিব না”। জামাত চাঁদাবাজি করছে। দু পক্ষের মধ্যে বাক বিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়ার অবস্থা।

শ্রমিকরা অভিযোগ করেন, এ ধরনের ঘটনা শুধু আজ নয়, দীর্ঘদিন ধরে কিছু জামায়াতপন্থী ব্যক্তি ও নেতারা শিল্প এলাকায় ট্রাক ও পণ্যবাহী যানবাহনের ওপর প্রভাব বিস্তার করে অর্থ আদায় করে আসছেন। এতে ব্যবসায়ী ও শ্রমিক উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

স্থানীয়রা জানান, এ ধরনের কর্মকাণ্ডের কারণে ইসলামপুরে ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে।

অনেকেই মনে করছেন, এটি পরিকল্পিতভাবে শিল্প এলাকার ব্যবসা বাণিজ্যে ব্যাঘাত সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে একটি মহল এ এজেন্ডা হাতে নিয়েছে। সাধারণ জনগণ ও বিক্ষুব্ধ শ্রমিকরা এ চাঁদাবাজির বিরুদ্ধে মাঠে নেমেছে।

এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার্স ইনচার্জ মছিউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সড়কে বাশকল দু পক্ষ মুখোমুখি অবস্থানে। চেয়ারম্যান কে ফোন দিয়ে বলছি পরিষদ ডাক দিয়ে থাকলে ইউএনওর সাথে বসে সমাধান করেন ।

এ ব্যাপারে জামায়াত নেতা ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, এটা ইউনিয়ন পরিষদ থেকে ইজারা দেয়া হয়েছে। কেউ ইজারা নিলে টাকা তুলতে পারে।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, পরিষদ থেকে ইজারা দেওয়ার নিয়ম আছে তবে এ ভাবে সড়ক বন্ধ করে বাশকল বসানো আইন পরিপন্থী। ঘটনাস্থলে ওসিকে পাঠিয়ে ছিলাম উভয় পক্ষের সাথে কথা হয়েছে দ্রুত এটার একটার সুন্দর সমাধান হবে।

এলাকাবাসী এ শিল্প এলাকার ব্যবসা বাণিজ্যের রক্ষার্থে চাঁদাবাজি বন্ধ করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর