আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ইরান কোনো দুর্বৃত্তের কাছে মাথানত করবে না: ইরানের প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক: তেহরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্প এখন মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ কোনো দুর্বৃত্তের কাছে মাথানত করবে না। খবর আল জাজিরার।

বুধবার ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে প্রেসিডেন্ট মাসুদ বলেন, তিনি মনে করেন, এখানে আসবেন, স্লোগান দেবেন, আমাদের ভয় দেখাবেন। আমাদের কাছে বিছানায় পড়ে মৃত্যুর চেয়ে শহীদ হওয়া অনেক বেশি সম্মানের।

ট্রাম্পের উদ্দেশে তিনি বলেন, আপনি আমাদের ভয় দেখাতে চাচ্ছেন? আমরা কোনো চাপের কাছে নত হব না।

রিয়াদে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চান। তবে দেশটির উচিত সন্ত্রাসীদের সমর্থন দেওয়া বন্ধ করা, রক্তাক্ত প্রক্সি যুদ্ধ বন্ধ করা, এবং পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা স্থায়ীভাবে বন্ধ করা।

ওয়াশিংটন এবং তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ওমানে মধ্যস্থতায় চারটি বৈঠক করেছে।

বুধবার কাতারের রাজধানী দোহায় রাষ্ট্রীয় ডিনারে অংশ নিয়ে ট্রাম্প আবারো বলেন, তিনি ইরানের পারমাণবিক সমস্যা সমাধান করতে চান শান্তিপূর্ণভাবে। বিষয়টি এখন ইরানের ইচ্ছের ওপর নির্ভর করছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর