ইরানে ইসরায়েলের হামলা, কেঁপে উঠল তেহরান


আন্তর্জাতিক ডেস্ক

অবশেষে ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গতকাল শুক্রবার মধ্যরাতে দেশটির সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান এবং তার মিত্রদের দ্বারা ক্রমাগত আক্রমণের প্রেক্ষিতে এ হামলা চালাচ্ছে।

আজ শনিবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া কারাজ শহরেও ঘটে বিস্ফোরণ। এতে কেঁপে ওঠে আশেপাশের এলাকা। আইডিএফ জানিয়েছে, ইরানের ক্রমাগত হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, তেহরানে তারা মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছে। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যের দাবি, তেল আবিবের এই হামলা ব্যর্থ হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, আত্মরক্ষার্থে এই হামলা চালিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরায়েলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সে সময়ে ইসরায়েলে প্রায় দু’শ মিসাইল ছোঁড়ে ইরান।

এরপর থেকে ইসরায়েলি শীর্ষ কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিয়ে আসছিলেন।


Related posts

মীরসরাইয়ে ২৮৮ ফেন্সিডিলসহ প্রাইভেট কার আটক

Chatgarsangbad.net

নদভী মনোনয়নপত্র জমা দেবেন আজ

Chatgarsangbad.net

বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে ইইউ পার্লামেন্টের প্রস্তাব

Chatgarsangbad.net

Leave a Comment