প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২২, ৭:৪৬ অপরাহ্ণ
আমির ভাণ্ডার শরীফ কেন্দ্রীয় পর্ষদের অভিষেক অনুষ্ঠিত

আমির ভাণ্ডার শরীফের আর্দশবাহী ত্বরিকত ভিত্তি সংগঠন আনজুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের নব-নির্বাচিত সংসদের অভিষেক অনুষ্ঠান গত ১১ মার্চ শুক্রবার বাদে মাগরিব থেকে আমির ভাণ্ডার শরীফ, গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন শাহাজাদায়ে আমিরুল আউলিয়া হয়রত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ শহিদ শাহ্ আমিরভাণ্ডারী (ম.) সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো.নিজাম উদ্দিনের সঞ্চালনায় আমির ভাণ্ডার শরীফে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন আলহাজ্ব এম শফিউল আলম আমিরী আর উপস্থিত ছিলেন বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ আশেকে আমিরভাণ্ডারী বৃন্দ অনুষ্ঠান শেষে মিলাদ কেয়াম দেশ জাতির কল্যান কামনায় মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হয়।
Copyright © 2025 Chatgar sangbad. All rights reserved.