আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন না মঞ্জুর


খুলনা সংবাদদাতা:

হত্যা মামলা ও মারধরের অপরাধের ৪ টি মামলায় আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। এর পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত – ৩ এর বিচারক এ আদেশ দেন।আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান,সালাম মুর্শেদীকে ৪ টি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে জামিনের আবেদন করা হলে আদালত না মঞ্জুর করেন। এর পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে দুপুর ১২ টায় সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করা হয়।জামিনের আবেদন শুনানি শেষে আবারও তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

এদিকে সালাম মুর্শেদীকে কারাগারে নিয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গনে সালাম মুর্শেদীর অনুসারী ও তার বিরোধী পক্ষের সাথে বাকবিতন্ডা হয়।গত ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মুর্শেদীকে গ্রেফতার করেছিল র‍্যাব।


Related posts

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Chatgarsangbad.net

বদ্বীপ পরিকল্পনানুযায়ী কাজ চলছে : নৌ প্রতিমন্ত্রী

Chatgarsangbad.net

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছিলেন মুক্তি্যুদ্ধের: ড. মঈন খান

Chatgarsangbad.net

Leave a Comment