নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা মেরনসান কিন্ডারগার্টেনে ক্লাসপার্টি ২০২৫ শীর্ষক এক অনুষ্ঠান ২১ নভেম্বর শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
কিন্ডারগার্টেন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মো. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিন্টু সিকদার। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশের কানাইমাদারী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ ও অহিদুল আলম মেম্বার।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সাফা মারওয়া, পিংকি চক্রবর্তী, ছাইমুন নিছা রাইবা, সাজেদা আলম প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ, আনন্দ ভোজন ইত্যাদি সম্পন্ন হয়।