আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক মো. হেলাল (৪৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এতে রিক্সায় থাকা রুপা আক্তার (২৩) নামের এক নারী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১লা মে) বিকেল ৪টার দিকে উপজেলার (আনোয়ারা-চন্দনাইশ) পিএবি সড়কের পীরখাইন রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মো. হেলাল উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকার মাহবুব আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনাইশ থেকে দ্রুত গতির একটি কার গাড়ি পীরখাইন রাস্তার মাথা এলাকায় হেলালের অটোরিকশাটাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হেলালের মৃত্যু হয়। এসময় রিক্সায় থাকা এক নারী যাত্রীকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে এলে চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা মিত্র।