আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় আবদু শুক্কুর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আহম্মদ মিয়া (৪৯) অবশেষে ধরা পড়েছেন। রবিবার (৩১ আগস্ট) দুপুরে কক্সবাজারের উখিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
তিনি চাতরী ইউনিয়নের পশ্চিম সিংহরা এলাকার খাইরুজ্জামানের ছেলে এবং আনোয়ারা থানার ১৩(৮)১১ নং মামলার আসামি। দীর্ঘ ১৪ বছর পলাতক থাকার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন।