নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৪০০ একর জমির ওপর একটি আধুনিক মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।
আজ বৃহস্পতিবার (৮ মে) সকালে সম্ভাব্য জমি পরিদর্শন শেষে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী সাংবাদিকদের জানান, এই প্রকল্পটি দেশের অর্থনীতির জন্য একটি ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করবে।
আশিক চৌধুরী বলেন, ‘একটি মুক্ত বাণিজ্য অঞ্চল অনেকটা বিদেশি ভূখণ্ডের মতো, যেখানে আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশি নিয়মকানুনের জটিলতা ছাড়াই সরাসরি বিনিয়োগ করতে পারবে। এখান থেকে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা যাবে এবং এতে দেশের বিপুল পরিমাণ শ্রমশক্তিকে কাজে লাগানো সম্ভব হবে।’
বিডা চেয়ারম্যান আরও বলেন, ‘ভৌগোলিকভাবে অঞ্চলটি চট্টগ্রাম সমুদ্রবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছাকাছি হওয়ায় এটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য সুবিধাজনক। এতে করে পণ্য পরিবহণ, আমদানি-রপ্তানি এবং যোগাযোগে সময় ও ব্যয়ের সাশ্রয় হবে।’
এই প্রকল্পের বাস্তবায়ন এগিয়ে নিতে ইতোমধ্যে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ বিভিন্ন পরিচালক ও পরামর্শকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে। এই মূল্যায়নের ভিত্তিতে তারা সিদ্ধান্ত দেবে কোথায় এই অঞ্চল গড়ে তোলা সবচেয়ে উপযুক্ত হবে।
আশিক চৌধুরী জানান, বিডার লক্ষ্য হচ্ছে ২০২৫ সালের শেষ নাগাদ প্রকল্প বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি অর্জন করা। কোথায় অঞ্চলটি স্থাপিত হবে, কে এটি পরিচালনা করবে এবং কবে থেকে কাজ শুরু হবে—এসব বিষয়ে এ বছরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
সরকারের এই উদ্যোগ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের রপ্তানি সক্ষমতা আরও উন্নত হবে। আনোয়ারার মানুষের জন্য এটি হতে পারে নতুন এক সম্ভাবনার দ্বার।