আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াছিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত মরিয়ম হোটেলের কর্মচারী ছিলেন। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কীভাবে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।