আজ ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার


আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আখতার হোসেন (৪০) গ্রেফতার হয়েছে। তিনি সাবেক আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনী মেম্বারের ছেলে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেনাবাহিনীর ৩৮ এডি রেজিমেন্টের আনোয়ারা আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানে আখতারকে তার বাড়ির গোপন কক্ষ থেকে আটক করা হয়।

অভিযানে একটি নকল পিস্তল, ১৮টি দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা, গ্রেনেড সদৃশ বস্তু, সামরিক ওয়াকিটকি সেট, কম্পাস, ২১টি মোবাইল ফোন, ৯৫টি সিমকার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ড, বিদেশি মদের বোতলসহ নির্যাতনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর তথ্যমতে, আখতারের বিরুদ্ধে আনোয়ারা ও কর্ণফুলী থানায় ১০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নির্যাতনের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, আটককৃত আখতারকে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর