আমজাদ হোসেন,আনোয়ারা: আধ্যাত্মিক সাধক হজরত শাহ মোহছেন আউলিয়া (রহ.)-এর বার্ষিক ওরশ আগামী ২০ জুন শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী রুস্তমহাট দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
ওরশ উপলক্ষে দিনভর আয়োজনে থাকছে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণ। ওরশে অংশ নিতে দেশজুড়ে ভক্ত-আশেকানদের আমন্ত্রণ জানিয়েছে মাজার পরিচালনা কমিটি।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, প্রাচীন আরব থেকে ইসলাম প্রচারে হজরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) প্রায় ৭০০ বছর আগে চট্টগ্রামে আগমন করেন। প্রবর্তক হযরত বদর আউলিয়া (রহ.)-এর ভাগনে এই মহাপুরুষ চট্টগ্রামের আনোয়ারায় আধ্যাত্মিক আস্তানা গড়ে তোলেন এবং ১৫৬৫ সালে (৯৮৫ হিজরি, ৯৭১ বাংলা, ৬ আষাঢ়) ইন্তেকাল করেন।
ওরশ উপলক্ষে শুধু দরগাহ কমিটি নয়, উপজেলার ১১টি ইউনিয়নের ভক্তরাও আলাদা আলাদা মিলাদ-মাহফিল, কোরআনখানি ও তাবারুক বিতরণের আয়োজন করে থাকেন। রাতভর চলে কবিগান, জারিগান, ধর্মীয় গানের আসর ও মেলা।
মাজারের মোতোয়াল্লী জানান, “ওরশ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় চৌকিদার নিয়োজিত আছেন।”
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, “ওরশে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। প্রতারকচক্রের দৌরাত্ম্য এড়াতে ভক্তদের সচেতন থাকার অনুরোধ করছি।”
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার জানান, “পরিচালনা কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধর্মীয় অনুভূতিতে যেন কেউ আঘাত না করে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।”