আনোয়ারায় তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত


আনোয়ারা প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় টিউবওয়েলের পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের কমল আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালামত আলী (৫০) স্থানীয় সিদ্দিক আহমদের ছেলে।তিনি পেশায় রাজমিস্ত্রি।এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোহাম্মদ আলীর স্ত্রী সাজিয়া বেগম (৪৫) কে আটক করেছে থানা পুলিশ।

নিহতের ছেলে আব্দুর রহমান (১৮) জানায়, আমার বাবা বসতভিটায় টিউবওয়েলের পানি যাওয়ার জন্য পাইপ বসাতে গেলে আমার জেঠা মোহাম্মদ আলী ও তার ছেলে মেয়েরা বাধা দেয়। এ বিষয়ে আমরা সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করি। গতকাল সেনাবাহিনীর ক্যাম্পে এ বিষয়ে উভয় পক্ষের আলোচনা শেষে পানির পাইপ বসাতে সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর আমরা পানির পাইপ বসাতে গেলে আমার জেঠা ও জেঠার পরিবারের সদস্যরা বাবার ওপর লোহার রড দিয়ে হামলা করে। এতে বাবা গুরুতর আহত হয়। এরপর উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় জেঠা মোহাম্মদ আলী (৬০), তার স্ত্রী সাজিয়া বেগম (৪৫), তার ছেলে এমরান (২৮), রুবেল (৩২) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, পানির পাইপ বসানো নিয়ে আপন বড় ভাইয়ের হামলায় ছোট ভাই সালামত নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাজিয়া বেগমকে পুলিশ আটক করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


Related posts

পটিয়ায় হাইদগাঁও ১২নং ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Chatgarsangbad.net

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা

Chatgarsangbad.net

ফ্যাসিবাদ আমাদের রাহাবার দের হত্যা করেছে শাহাজাহান চৌধুরী

Md Maruf

Leave a Comment