আজারবাইজানের উদ্দেশে প্রধান উপদেষ্টা রওনা হয়েছেন

আজারবাইজানের উদ্দেশে প্রধান উপদেষ্টা

 

জলবায়ু সম্মেলনে কপ-২৯ যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১১ নভেম্বর) সকালে ১১ টায় আজারবাইজানের উদ্দেশ্য ঢাকা ছাড়েন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট আজ সকাল ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

শফিকুল আলম আরও জানান, জলবায়ু সম্মেলনে উপলক্ষে প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে থাকবেন।

অধ্যাপক ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য দেবেন। সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান শফিকুল আলম।

তিনি বলেন, বাংলাদেশ যে বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে, সেটিও তুলে ধরা হবে এই সম্মেলনে।

অনলাইন ডেস্ক


Related posts

স্বাচিপের স্থায়ী কার্যালয়ের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Chatgarsangbad.net

চট্টগ্রামের ১০টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

Mohammad Mustafa Kamal Nejami

আগামীকাল খুলছে প্রাথমিক স্কুল

Chatgarsangbad.net

Leave a Comment