আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অপহরণ করে মুক্তিপণ দাবি যৌথ বাহিনীর অভিযানে এক অপহৃত ব্যক্তি উদ্ধার


আব্দুল্লাহ্ আল মারুফ,সাতকানিয়া চট্টগ্রাম >>> চট্টগ্রাম সাতকানিয়ায় অভিযান চালিয়ে অপহরণ হওয়া ১ ব্যক্তিকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৫.৪০ টার দিকে,উপজেলার নলুয়া ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই অপহৃত কে উদ্ধারা করা হয়। জাহির উদ্দিন মিন্টু উপজেলার নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব গাটিয়াডাঙ্গা এলাকার আবদুল কাদেরের পুত্র। আজ ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের স্লুইস গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।পরিবার সূত্রে জানা যায়, গতকাল মাগরিবের নামাজ শেষে বাড়ি থেকে বের হন জাহির উদ্দীন মিন্টু। এরপর রাত ১০টার পরে পরিবারের কাছ ফোন করে অপহরণকারী জহিরকে উদ্ধারের জন্য ১৫ লাখ মুক্তিপণ দাবি করে। তারা থানায় ও সেনা ক্যাম্পে অভিযোগ করেন। রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম সাতকানিয়া বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অপহরণকারীরা যৌথবাহিনীর অবস্থান টের পেয়ে জাহির উদ্দিন মিন্টুকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।সেনাবাহিনীর ক্যাপ্টেন পারভেজ জানান,গোপন সংবাদের ভিত্তিতে,আমরা এই অভিযান পরিচালনা করি,অপহরণের পর অপহরণকারীরা ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করে এবং ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত অর্থ না দিলে ভিকটিমকে হত্যার হুমকি দেয় তারা।তথ্য পাওয়ার পর পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করা হয় । অভিযানে সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতব্যাপী তল্লাশি চালানো হয়।সারারাত অভিযান চালিয়ে যৌথ টহল দল সফলভাবে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়। অপহরণকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।অপহরণের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর