আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

অধিকার নিশ্চিত করার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করার বার্তা


আহসান উদ্দিন পারভেজ সর্বস্তরের নারী সমাজ, চট্টগ্রাম এর ব্যানারে আয়োজিত ‘মৈত্রী যাত্রায়’ ‘নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে’ ‘অব্যাহত নারী নিপীড়ন, অবমাননা, লাঞ্ছনা, ধর্ষণ ও কটুক্তিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে’ স্লোগান লেখা ব্যানার ছিল সামনে। ‘মব সন্ত্রাস বন্ধ কর’, ‘কৃষিতে নারীর স্বীকৃতি চাই’ প্ল্যাকাড ছিল অংশগ্রহণকারীদের হাতে।

নিপীড়ন ও অবমাননা বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন দাবি তুলে ধরা হল নগরীর চেরাগী পাহাড় মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে।

ঢাকার পাশাপাশি চট্টগ্রামে শুক্রবার বিকালে সমতার দাবি নিয়ে ‘মৈত্রী যাত্রায়’ বিভিন্ন শ্রেণি-পেশার নারীর সঙ্গে অংশ নেন পুরুষরা। সঙ্গী হয়েছে শিশুরাও।

নারী কমিশনের প্রতিবেদন প্রকাশের পর নারীর অধিকারের প্রতি ‘অবমাননাকর আক্রমণের’ প্রতিবাদে এবং ‘সমতার দাবিতে’ আয়োজিত সমাবেশে অধ্যাপক জুলেখা আক্তার বলেন, “জুলাই আন্দোলনে নারীরা ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। অসংখ্য নারী আহত হয় আন্দোলনে, প্রাণও দেয় নারীরা।

“বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সম্মিলিতভাবে এই লড়াই হলেও ৫ আগস্টের পর আমরা দেখি নারী পুরুষের বৈষম্যের চিত্র স্পষ্ট হচ্ছে।“আমরা দেখি পথে-ঘাটে, লঞ্চে নারীদের মব তৈরি করে লাঞ্ছিত করা হচ্ছে। ধর্ষণের ঘটনা বাড়ছে। আমরা দেখি মৌলবাদী গোষ্ঠীকে ঘরে-বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে নারীদের আক্রমণ ও হেনস্তা করার চিত্র।”

শিক্ষক সাবিনা লিনা বলেন, “সম্প্রতি নারী সংস্কার কমিশনের বিষয়ে দ্বিমত প্রকাশ করে নারী সংস্কার কমিশনের নেত্রীদের প্রকাশ্যে গালিগালাজ করতে দেখি। হেফাজতের যারা নারীদের অবমাননা করেছেন অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন কবি সৈকত দে, পরিবেশ আন্দোলনের কর্মী ঋতু পারভী, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের আহবায়ক আসমা আক্তার, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রিয় কমিটির সদস্য দয়াসোনা চাকমা, গার্মেন্টস ওর্য়াকাস ইউনিয়নের সংগঠক এ্যানি চৌধুরী, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সুমন রহমান, ছাত্রফ্রট কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক দীপা মজুমদার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর