আজ ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

১০ জনের নামের তালিকা জমা দিল আ. লীগ


অনুসন্ধান কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার হিসেবে নিয়োগ দিতে ১০ জনের নামের তালিকা জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ। এ সময় সঙ্গে ছিলেন দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

নামের তালিকা জমা দিয়ে সেলিম মাহমুদ প্রথম আলোকে বলেন, সিলগালা খামে করে তালিকা তাঁরা জমা দিয়েছেন। তিনি বলেন, দলের সভাপতি শেখ হাসিনা এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের সিদ্ধান্তে নামের তালিকা করা হয়েছে। তাঁরা শুধু বার্তাবাহক হিসেবে চিঠি জমা দিয়েছেন। কাদের নাম আছে, তা জানেন না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর