উত্তর চট্টগ্রামচট্টগ্রামটপ নিউজ

হাটহাজারীতে আবারও অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার


নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে আবারও উদ্ধার করা হয়েছে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ। এ নিয়ে গত ২ দিনে তিনটি লাশ পাওয়া গেল উপজেলাটিতে। যার মধ্যে একটি ছিল এক নারীর।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মুনিয়াপুকুরের পশ্চিমে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশে ব্রীজের নিচের একটি ডোবা থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করা হয়। যার আনুমানিক বয়স ৬২ বছর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উক্ত এলাকার ব্রীজের নিচে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। তবে এখনো উদ্ধার করা লাশের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারনা কেউ ওই ব্যক্তি হত্যার পর এই স্থানটিতে এনে ফেলে গেছে।

হাটহাজারী থানার উপ-পরিদর্শক মো. আল আমিন জানান, আমি বর্তমানে ঘটনাস্থলেই আছি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে উদ্ধার করা লাশটি একজন ভিক্ষুকের।

গতকাল বিকালের দিকে তাকে অনেকেই ভিক্ষা করতেও দেখেছেন। তারপরও উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হলে তদন্ত রিপোর্ট হাতে আসার পর জানা যাবে রহস্য।

এর আগে সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি এবং একইদিন বেলা দশটার দিকে উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ৩০ বছর বয়সী এক মহিলারসহ মোট দুটি লাশ উদ্ধার উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।


Related posts

বিনামূল্যে হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ করছে চট্টগ্রামের লায়ন্স ক্লাব

Chatgarsangbad.net

চট্টগ্রামে মুক্ত কাফেলার ইফতার মাহফিল সম্পন্ন

Chatgarsangbad.net

বরিশালে আত্মপ্রকাশ করেছে বৃহত্তর চট্টগ্রাম সমিতি

Chatgarsangbad.net

Leave a Comment