আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন


মোঃ কামরুল ইসলাম মোস্তফা,চন্দনাইশঃ চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ‘হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়’ ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷

এ নির্বাচনে ৪টি সাধারণ অভিভাবক সদস্য পদের বিপরীতে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচনে ৫৫৮ জন নারী-পুরুষ অভিভাবক ভোটারদের মধ্যে ৪১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ১৩ টি ভোট বাতিল হয়৷

বিদ্যালয় ভবনের ২টি বুথে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সুভাষ চন্দ্র চৌধুরী।

এরআগে গত ১৯ ডিসেম্বর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন (প্রিসাইডিং অফিসার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- আবুল কালাম আজাদ (ব্যালট নং-০১), মুহাম্মদ আবদুল মান্নান (ব্যালট নং-০২), মোরশেদ মোহাম্মদ জাহাঙ্গীর (ব্যালট নং-০৩), মো. আবদুর রহিম (ব্যালট নং-০৪), মো. ইউচুফ আলী (ব্যালট নং-০৫), মো. কামাল উদ্দীন (ব্যালট নং-০৬), মোহাম্মদ সেলিম উল্যাহ (ব্যালট নং-৭), মাষ্টার মোহাম্মদ শহীদুল্লাহ্ (ব্যালট নং-৮), মোহাম্মদ শহিদুল ইসলাম (ব্যালট নং-০৯) ।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন (প্রিসাইডিং অফিসার)-এর স্বাক্ষরিত ফলাফল পত্র থেকে জানা যায়, মোরশেদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৯৮ ভোট পেয়ে প্রথম ও মোহাম্মদ শহীদুল ইসলাম ২২৮ ভোট পেয়ে দ্বিতীয়, মো. কামাল উদ্দিন ১৯৪ ভোট পেয়ে তৃতীয় এবং আবুল কালাম আজাদ ১৬৪ ভোট পেয়ে চতুর্থ হয়ে বিজয় লাভ করেন৷ নির্বাচনে অপর পাঁচ প্রার্থীর মধ্যে মাষ্টার মোহাম্মদ শহীদুল্লাহ্ ১৫৮ ভোট, মুহাম্মদ আবদুল মান্নান ১৪২ ভোট, মো. আব্দুর রহিম ১১১ ভোট, মো. ইউচুফ আলী ৭২ ভোট ও মোহাম্মদ সেলিম উল্যাহ ৬৯ ভোট পেয়েছেন।

এ ছাড়া প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল করিম চৌধুরী, দাতা সদস্য মো. নুরুচ্ছফা, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য খাইরুন্নেছা রুমা, সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. নাছির উদ্দীন ও শারমিন জাহান এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মেরী দাশ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অপ্রীতিকর যে কোন ঘটনা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেছেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন ও নুরনবীসহ একদল পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর