সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে ফের ৩দিন রিমান্ড মঞ্জুর


নিউজ ডেস্ক: কক্সবাজারের চকরিয়া-পেকুয়ার আসনের সাবেক সংসদ জাফর আলমের বিরুদ্ধে আরো ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (২ জুলাই) সকাল ১০ টার সময় সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে নতুনভাবে আরো একটি মামলায় ৩ দিন রিমান্ড মঞ্জুর করে।

এর আগে সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে ৭টি মামলায় ১৮ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। উক্ত রিমান্ড থেকে ১৪ দিন শেষ করার পর আজ ২ জুলাই সকাল ১০ টার সময় সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্তিতির মাধ্যমে শুনানি শেষে নতুন একটি মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। সে সাথে আগের অবশিষ্ট আরো ৪ দিনের রিমান্ড সংযুক্ত করে মোট ৭ দিনের রিমান্ড কার্যকর করা হয়। উপরোক্ত তথ্যাদিগুলো নিশ্চিত করেন চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালদের এপিপি গোলাম সরোয়ার।

এদিকে সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনার সময় পৌর শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। এছাড়া সাবেক সংসদ সদস্য জাফর আলমকে আদালতে তোলার সময় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী খুব সতর্কতা অবলম্বন করে।

 


Related posts

চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

Mohammad Mustafa Kamal Nejami

হাজী আব্দুল বারী মাতব্বর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

Chatgarsangbad.net

চন্দনাইশে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Chatgarsangbad.net

Leave a Comment