Hom Sliderখেলাধুলাফুটবল

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা


স্পোর্টস ডেস্ক

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি।

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নারী দলের ২৩ সদস্য। বেলা ১১টায় সাফজয়ী ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
সাফজয়ী ফুটবলারদের বাইরে সংবর্ধনায় যোগ দেন প্রধান কোচ পিটার বাটলার ও দলের ম্যানেজার মাহমুদা অনন্যা। তবে এই সংবর্ধনায় বাফুফের কোনো কর্মকর্তাদের দেখা যায়নি।

সংবর্ধনা অনুষ্ঠানে নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় ড. ইউনূসকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা।

এর আগে, গত ৩০ অক্টোবর স্বাগতিক নেপালকে শরথ রঙ্গশালা স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার দেশে ফেরেন সাফজয়ীরা। ছাদখোলা বাসে তাদের বিমানবন্দর থেকে আনা হয় বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে পুরস্কার হিসেবে সাফজয়ীদের হাতে এক কোটি টাকা পুরস্কার তুলে দেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তাদের অভিনন্দন জানান।


Related posts

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ (বৈকালিক শাখার) ছাত্রলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন

Chatgarsangbad.net

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চমেক হাসপাতালে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর হুইল চেয়ার হস্তান্তর

Chatgarsangbad.net

চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু

Saddam Hossain

Leave a Comment