অন্যান্যচট্টগ্রামদক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় বিএনপি’র ৩১ দফার পক্ষে জনসমাবেশ


আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদহা ইউনিয়নে,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ও অর্থনৈতিক মুক্তির ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি লক্ষ্যে ছদহা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল পৃথক মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপি নেতা জহির উদ্দিনের সভাপতিত্বে লোকমান মেম্বারের সঞ্চালনায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে ছদহা ইউনিয়নের মিঠাদিঘী বাজারের মাঠে জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জন সমাবেশে অংশগ্রহণ করেন।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আহ্বায়ক কমিটি-মুজিবুর রহমান (মুজিব)বিশেষ অতিথি ছিলেন,বিএনপি’র সাবেক সভাপতি সাতকানিয়া পৌরসভা,রফিকুল আলম রফিক,লায়ন লোকমান হাকিম মানিক,সহ হাজারো,নেতা কর্মী অংশগ্রহণ করেন।এতে বক্তারা বলেন,দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপিকে সুসংগঠিত করতে ইউনিয়ন প্রতিটি পৌরসভা উপজেলা ইউনিয়নসহ গ্রাম-গঞ্জে বিএনপি’র নাম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তারই ফসল হিসেবে সাতকানিয়া য় প্রতিটি গ্রামে আজ বিএনপির দুর্গ হিসাবে পরিচিতি লাভ করেছে।এ সময় প্রধান বক্তার বক্তব্যে মুজিবুর রহমান মুজিব বলেন।আপনারা জানেন আজকে আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই সমাবেসে সমবেত হয়েছি,চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া হচ্ছে বিএনপি’র ঘাঁটি।এই এলাকাতে ১৯৭৯ সালে জিয়াউর রহমানের আমলে,যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে লোহাগাড়ার কৃতি সন্তান মরহুম মোস্তাক আহমদ ধানের শীষে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিল, আগামীতে আমাদের নেতা তারেক রহমানকে ধানের শীষ মার্কায় এলাকাবাসীর সমর্থনে জয় যুক্ত করবো ইনশাল্লাহ,পরিশেষে তিনি জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন তাদের মাগফেরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনা করেন।


Related posts

ষড়যন্ত্রকারীদের অপশক্তি রোধে প্রশাসন প্রস্তুত: সিএমপি কমিশনার

Chatgarsangbad.net

আমেরিকা নির্বাচন ২০২০: প্রেসিডেন্ট নির্বাচনে জেতার চাবিকাঠি কেন ব্যাটলগ্রাউন্ড স্টেটগুলোর হাতে

Chatgarsangbad.net

বাকলিয়া থানার ওসিকে আদালতে তলব

Shahidul Islam

Leave a Comment