সাতকানিয়ায় ফুড মিউজিয়াম রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান


আব্দুল্লাহ আল মারুফ,নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে অবস্থিত ফুড মিউজিয়াম ও দিঘীর পাড় রেস্টুরেন্টে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।সোমবার (৪ আগস্ট) উপজেলার ইউনিয়নের দেওদিঘী ফুড মিউজিয়াম রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্বদেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।ভ্রাম্যমান আদালত সূত্র জানান,অভিযানে রেস্টুরেন্টের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ,খাবার ঢেকে না রাখা এবং ফ্রিজে খোলা অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ফুড মিউজিয়াম রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।ভবিষ্যতে এমন অনিয়ম যেন না ঘটে, সেজন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ।অভিযানকালে সাতকানিয়া থানা পুলিশের একটি দল মোবাইল কোর্টকে সার্বিক সহায়তা করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


Related posts

মহেশখালীতে থ্রি জি রাইফেলসহ ৪টি অস্ত্র ও গুলি উদ্ধার

Md Maruf

সাংবাদিক সাজ্জাদ হোসেনের বাবার মৃত্যুতে সিইউজে’র শোক

Chatgarsangbad.net

বান্দরবানের লামায় ৬০ লিটার দেশীয় চোলাই মদ সহ যুবক আটক

Chatgarsangbad.net

Leave a Comment