সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে,হেলপার নিহত আহত ৬


আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা >>> চট্টগ্রামের সাতকানিয়ায় যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে নিচে চাপা পড়ে মো. করিম (৪৫) নামে এক হেলপারের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন অন্তত ৬ জন যাত্রী।শনিবার (২৯ মার্চ) সকাল ১১টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. করিম চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর বড়পাড়া এলাকার মোহাম্মদ হাসানের পুত্র।তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,দ্রুতগতির মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিলে উল্টে যায়।স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।হাইওয়ে থানা পুলিশ সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেন।দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল মতিন জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়।বাসটি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।তবে তিনি দাবি করেন এই ঘটনায় কেউ আহত হননি,নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি ।


Related posts

মদিনার জামাতের উদ্যোগে ঢাকা শ্যামলী ক্লাব মাঠে বার্ষিক ইসালে সওয়াব মাহফিল ও সূফি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

Md Maruf

ঘুমধুমে উপজেলা প্রশাসনের যৌথ অভিযান: ১৫ হাজার টাকা জরিমানা:৫ হাজার ঘনফুট কাঠ জব্দ

Md Maruf

রাঙ্গুনিয়ার কোদালায় গনসংযোগ ও পথসভায় – হুম্মাম কাদের চৌধুরী “গত ১৬ বছরের অত্যাচার নির্যাতন মানুষ মাফ করলেও,আল্লাহ করবেন না”

Md Maruf

Leave a Comment