Hom Sliderচট্টগ্রাম

সাতকানিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। লৈঙ্গিক সমতার উদ্দেশ্যে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি দানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি। এ বছরের নারী দিবসে জাতিসংঘের স্লোগান ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। নারীর প্রতি সবরকম বৈষম্য ও অন্যায়—অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বিশ্ব গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক। “নারী—পুরুষের সমতা, টেকসই আগামীর মূল কথা” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতকানিয়া উপজেলাও আন্তর্জাতিক নারী দিবস—২০২২ উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এবং আশ^াস প্রকল্প, কারিতাস চট্টগ্রাম এর সহয়োগীতায় মঙ্গলবার সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা—তুজ—জোহরার সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তা কানিজ ফাতেমা মৌসুমী’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আজিম শরিফ, তথ্য আপা কর্মকর্তা মোছা: আয়শা খাতুন, সহকারি তথ্য আপা কর্মকর্তা জেসমিন আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক অনুপম নন্দী, সাতকানিয়া প্রসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন্নবী খোকন, কারিতাশ বাংলাদের প্রতিনিধি, আইজিএ প্রশিক্ষণার্থীবৃন্দ এবং কিশোর—কিশোরী ক্লাবের আবৃত্তি সংঙ্গীত শিক্ষকবৃন্দ। আলোচনা সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, নারীদের যথার্থ মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সরকার নারী শিক্ষার বিস্তার, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি দেশের উন্নয়নকে টেকসই করতে নারী—পুরুষ নির্বিশেষে সবাইকে সহযাত্রী হিসেবে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।


Related posts

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানসহ ১৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

Chatgarsangbad.net

আলিম পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেলেন সৈয়দা শাফেউল মাহশর শেফা সমরকন্দি

Saddam Hossain

চন্দনাইশের দেশপ্রিয় খেলাঘর আসরের উদ্যোগে ভাষা দিবস পালন

Chatgarsangbad.net

Leave a Comment