আজ ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাংবাদিক হেলাল

সাংবাদিক হেলাল হুমায়ুনের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত


 

এশিয়া বিখ্যাত উর্দু ও ফারসি কবি,হেকিম মরহুম মাওলানা ইসমাইল হিলালী ও তাঁর সুযোগ্য সন্তান  দৈনিক নয়া দিগন্ত বিখ্যাত সংবাদিক চট্টগ্রাম ব্যুরো চীফ মরহুম আলহাজ্ব  হেলাল হুমায়ুন স্মরণে আজ আল্- হেলাল আদর্শ ডিগ্রি কলেজ কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কলেজের সপ্নদ্রষ্টা মরহুম ইসমাঈল হিলালীর ৩৫তম ও কলেজ প্রতিষ্ঠাতা মরহুম হেলাল হুমায়ূন এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অধ্যক্ষ মুহাম্মদ হারুনর রশিদের সভাপতিত্বে বাংলা বিভাগের অধ্যাপক, জামাল উদ্দিন হায়দারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহাফিলে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি জনাব মোহাম্মদ ইসহাক, এবং আরো উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুেতসাহী সদস্য জনাব আজীজুর রহমান, শিক্ষকদের পক্ষ থেকে হেলাল হুমায়ুনের স্মৃতিচারণ মুলক বক্তব্য রাখেন অত্র কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইদ্রিস, ইসমাইল হুসেন,আব্দুল মাজীদ পাটোয়ারী,জসিমউদ্দীন,সেলিম চৌধুরী,আ ন ম নাসির উদ্দীন, শাহ আলম,আমীর হুসেন,ওসমান গনী,আনিসুর রহমান,সহ বক্তব্য রাখেন উপস্থিত কয়েকজন শিক্ষার্থী।

উপস্থিত অতিথি ও শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, কবি ও হেকিম মরহুম ইসমাঈল হিলালী একজন বহুমুখী প্রতিভার অধিকারী ও জ্ঞান পিপাসু ছিলেন। তিনি ছাত্র জীবনের প্রতিটি স্তরে মেধার স্বাক্ষর রেখেছেন। তাই তিনি তার মেধাকে একটি ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন স্তরে মেধার বিকাশ ঘটাতে প্রচেষ্টা চালিয়েছেন। তিনি একাধারে উর্দু কবি, ক্বারী, হাকিম, শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন। তাঁর সুযোগ্য সন্তান অত্র কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক মরহুম আলহাজ্ব হেলাল হুমায়ূন নিজের প্রজ্ঞা ও মেধা দিয়ে অত্র এলাকায় শিক্ষার যে আলো ছড়িয়ে দিয়েছেন তাঁর জন্য এ অবহেলিত জনসাধারণ যুগ যুগ ধরে স্মরণ রাখবে। এতে কোন সন্দেহ নাই।

পরবর্তীতে অত্র দোয়া মাহফিলের সভাপতি ও আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব হারুনার রশিদের সমাপনী বক্তব্য ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্টানটি সম্পন্ন হয়। মোনাজাত পরিচালনা করেন বাংলা বিভাগের অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিন হায়দার।

কাইছার হামিদ:


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর