আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরকারি সিটি  কলেজ  ছাত্রলীগ  বৈকালিক  শাখার উদ্যাগে হুশিয়ারি  মিছিল


নিজস্ব প্রতিবেদক

সরকারি সিটি  কলেজ  ছাত্রলীগ  বৈকালিক  শাখার উদ্যাগে  হুশিয়ারি  মিছিল সরকারি  সিটি  কলেজ  ছাত্রলীগ  বৈকালিক  শাখার  উদ্যাগে  হুশিয়ারি  মিছিল  পরবর্তী  সমাবেশ  অনুষ্ঠিত  হয়।  উক্ত  মিছিল পরবর্তী  সমাবেশে  সরকারি  সিটি  কলেজ  বৈকালিক  শাখার  আহ্বায়ক  আশীষ  সরকার  নয়নের  সভাপতিত্বে  উক্ত  সভায় উপস্থিত  ছিলেন  সরকারি  সিটি  কলেজ  ছাত্রলীগ  বৈকালিক  শাখার  যুগ্ম  আহ্বায়ক  মোঃ  ইমতিয়াজ  অনিক,  আকবর  খান, মেহেদী  হাসান  শাকিল,  সাইফুল  ইসলাম,  অংকন  শীল,  মোহাম্মদ  আব্দুল্লাহ,  মাঈন  উদ্দিন  হাসান,  পলাশ  চন্দ্র  নাথ, কাজী  মোঃ  সোহরাব  উদ্দিন।  এতে  আরো  উপস্থিত  ছিলেন  আব্দুল  মোনাফ,  বেলাল  হোসেন,  বিজয়,  রিপন,  ইসফাক, মিজান,  সুদিপ্ত,  ইসরাফিল,  ইফতি,  নাঈম,  রাকিব,  আকতার,  সজীব,  হুমায়ুন,  মোরশেদ,আসাদ,  ইমরান,  আরিফ, রায়হান,  মোহাম্মদ  উল্লাহ,  রিয়াদ,  তারেক,  রুবেল,  শাওন,  মিশু,  পিয়াল,  লোকমান,  রাজ্জাক,  তারেক,  মিনহাজ, শাকিল।  উক্ত  সমাবেশে  বক্তারা  বলেন  ১৯৭৫  সালের  ১৫  আগস্ট  আমরা  হারিয়েছি  হাজার  বছরের  শ্রেষ্ঠ  বাঙালি বাঙালির  মহান  নেতা  জাতীর  জনক  বঙ্গবন্ধু  শেখ  মুজিবুর  রহমানকে  তার  সাথে  সাথে  আমরা  হারিয়েছি  তার  পরিবার পরিজনকে  আগস্ট  মাস  আসলেই  বিভিন্ন  ধরনের  ষড়যন্ত্র  শুরু  হয়  বাংলাদেশ  নিয়ে  আমরা  অতীতে  ও  দেখেছি  শুধু বঙ্গবন্ধুকে  হত্যা  করে  তারা  ক্ষান্ত  হয়নি  বারে  বারে  আগস্ট  মাস  আসলেই  বঙ্গবন্ধুর  আদর্শের    সৈনিকদের  উপর  ঝাপটে পরে  পাকিস্তানি  প্রেতাত্মা,  ১৭  আগস্ট  সারা  দেশে  সিরিজ  বোমা  হামলার  মধ্যে  দিয়ে  যে  সন্ত্রাসী  বাহিনী  তারা  পরিচয় দিয়েছে  তারা  এই  বাংলাদেশকে  অশান্ত  করতে  চাই,  ২১  আগস্ট  গ্রেনেড  হামলার  মধ্য  দিয়ে  জননেত্রী  শেখ  হাসিনাকে হত্যা  চেষ্টার  মধ্যে  দিয়ে  হত্যার  চেষ্টা  করে  তারা  আবার  জানান  দিয়েছে  তারা  এই  দেশকে,  বঙ্গবন্ধুর  স্বপ্নকে,  বঙ্গবন্ধুর স্বপ্নের  সোনার  বাংলাদেশকে  তারা  ধূলিসাৎ  করতে  চাই,তারা  চাই  না  বঙ্গবন্ধুর  আদর্শকে  নিয়ে  কেউ  বাংলাদেশে  বেঁচে থাকুক।  বঙ্গবন্ধুর  আদর্শের  প্রশ্নে,  যদি  এই  আগস্ট  মাসে  কোন  ধরনের  কোন  অপতৎপরতা  চলে  তাহলে  সরকারি  সিটি কলেজ  ছাত্রলীগ  বৈকালিক  শাখা রাজপথে  থেকে তার  দাঁত  ভাঙা জবাব দিবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর