আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ফাহিম ইভানের মৃত্যু


অনলাইন ডেস্ক

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পরে গুরুতর আহত অবস্থায় তিনদিন চিকিৎসাধীন থাকার পর শিক্ষার্থী ফাহিম ইভান (১৯) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়।

ফাহিম ইভান ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের খলিফা বাড়ির সৌদি প্রবাসী জানে আলমের ছেলে। তিনি ফটিকছড়ি সরকারি কলেজে একাউন্টটিং বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গত ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সরকারহাট এলাকায় পথচারীদের রক্ষা করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ফাহিম। হাটহাজারী কলেজে পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হন বলে জানান বন্ধু মোবারক হোসেন।

তিনি বলেন, মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় সরকারহাট এলাকায় দুজন মহিলা রাস্তা পাড় হচ্ছিলেন। তাদের বাঁচাতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সে ছিটকে পড়ে। এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ৩দিন আইসিইউতে রাখার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর