মো:আমজাদ হোসেন, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক কৈখাইন চামুদরিয়া শাহ্ আলী রজা (রহঃ) সড়ক বর্তমানে ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। সড়কের দুই পাশজুড়ে গাছের ডালপালা ছড়িয়ে পড়ে পুরো রাস্তা যেন এক একটি ঝোপঝাড়ে পরিণত হয়েছে। এতে করে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গাছের ডালপালাগুলো ছাঁটাই না করায় ডালগুলো নিচের দিকে ঝুলে পড়েছে। হালকা বাতাসেও অনেক সময় ডাল ভেঙে রাস্তায় পড়ে যায়, যার ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বিশেষ করে অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহন চলাচলের সময় যাত্রীদের গায়ে এসে লাগছে এসব ডালপালা।
প্রতিদিন এই সড়ক দিয়ে প্রায় ১০ হাজার মানুষ যাতায়াত করেন। স্কুল, কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সন্ধ্যার পর ঝুলে থাকা ডালগুলো আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানিয়েছেন , বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে এবং জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত গাছের ডালপালা ছাঁটাই ও সড়ক নিরাপদ করতে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, সড়কটিকে ঝুঁকিমুক্ত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে।
Leave a Reply